গ্যালাক্সি এ সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ৯ মডেলের এই স্মার্টফোনটি আগামী মাসে চীনের বাজারে ছাড়া হবে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটির একটি অন্যতম ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

চলুন জেনে নেই কি কি থাকছে স্মার্টফোনটিতেঃ
* ৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে,
* অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬৫২ চিপসেট,
* ৩ গিগাবাইট র‍্যাম,
* ১৬ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ ক্যাপাসিটি।
* ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা,
* ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
* ফাস্ট চার্জিং প্রযুক্তি
* ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
* ফোরজি, ব্লুটুথ,
* এনএফসি,
* মাইক্রো ইউএসবি ২.০
* ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
আরও অনেক কিছু


ক্যামেরা ফিচারের মধ্যে আছে এফ/১.৯ অ্যাপার্চার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রভৃতি। 

আগামী মাস থেকে চীনের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে এর মূল্য সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং।

"সোনার বাংলা টেক" আপনার জন্য আরও প্রয়োজনীয় তথ্য নিয়ে আসবে। ফেসবুক পেজে আমাদের সাথে থাকুন।

Popular Posts