বেইনুনাহ উত্সব মূলত সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগীদের জন্য। আরব আমিরাতের মতো রক্ষণশীল দেশে নারীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কিংবা এমন প্রতিযোগিতার আয়োজন অসম্ভব ব্যাপার। তবে এজাতীয় একটি মজাদার অনুষ্ঠান থেকে বঞ্চিত হতে তারা রাজি নন। তাই সেখানে প্রতিবছর আয়োজন করা হয় সুন্দরী উট প্রতিযোগিতা। উটের সুন্দরী প্রতিযোগিতার সব চেয়ে বড় উৎসব হল ‌‌`আল দাফরা` উৎসব। দাফরা উৎসবে প্রায় ২৫০০০ প্রতিযোগী অংশগ্রহন করে থাকে। বেইনুনাহ প্রতিযোগিতাই ৪ মিলিয়ন দিরহামেরও বেশি মূল্যমানের পুরস্কার থাকে। গবাদি পশুদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে এটা সব চেয়ে মজার ও উপভোগের। এই প্রতিযোগিতা আকারে ছোট হওয়াটা প্রতিযোগীদের জন্য একটি বাড়তি সুবিধা। প্রতিযোগীদের তাদের সন্তান উৎপাদনের ক্ষমতা ও বয়স বিবেচনায় বিজয়ী করা হয়। আর এভাবেই মালিকরা সব চেয়ে উন্নত উট বাছাই করে কিনেন এবং ভাল মানের একটি পাল তৈরি করেন।

Popular Posts