সারা দেশেই মানসম্মত ডাটা ও আরো বিস্তৃত সেবা প্রদান করতে wifi ইন্টারনেট চালু করবে মোবাইল ফোন অপারেটর রবি। এই কাজে রবিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বাংলাদেশের অন্যতম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাকসেসটেল। রোববার ঢাকার রবি কর্পোরেট অফিসে রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও অ্যাকসেসটেল’র চিফ এক্সিকিউটিভ অফিসার জেইন ওমর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ পদক্ষেপ সরকারের ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ হাতে নিয়েছে তার সাথেই সামঞ্জস্যপূর্ণ। wifi সেবাটি সে পদক্ষেপে এক নতুন মাত্রা যোগ করবে।   শুরুর দিকে ওয়াইফাই সেবাটি দেশের প্রধান প্রধান মেট্রোপলিটন শহরগুলোতে চালু করা হবে। পরবর্তীতে ক্রমনুসারে সারা দেশে ছড়িয়ে দেয়া হবে wifi ইন্টেরনেট কানেকশন ।

রবি’র সিওও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে রবি সবসময়ই সহায়ক ভূমিকা পালন করছে। অ্যাকসেসটেল’র সাথে গৃহীত এ পদক্ষেপের ফলে গ্রাহকরা নিজেদের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য জানা ও ক্ষমতায়নের আরো সুযোগ গ্রহণ করতে পারবেন। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে সবাই ইন্টারনেট ভিত্তিক যে সমাজের স্বপ্ন দেখছে তার শুরু এখানেই। আমরা ভবিষ্যতের সেই শক্তির দ্বারা বাংলাদেশের মানুষের ক্ষমতায়নে প্রতিনিয়ত ভূমিকা রেখে যাব।”

"সোনার বাংলা টেক" আপনার জন্য আরও প্রয়োজনীয় তথ্য নিয়ে আসবে। ফেসবুক পেজে আমাদের সাথে থাকুন।

Popular Posts