এখন শীতকাল, ইতিমধ্যেই কিন্তু গা-হাত-পা ফাটতে শুরু করে দিয়েছে | তাই শরীরের যত্ন নিন | আজকে রইলো কিছু শীতকালীন বিউটি টিপস যা আজ থেকে মেনে চলতে শুরু করুন |
ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করুন : জেল বেসড ফেস ওয়াশ‚ ক্রিম এবং মেক আপ সব তুলে রাখুন | তার বদলে ক্রিম বেসড প্রডাক্টস ব্যবহার করুন | ক্রিম বেসড প্রডাক্টসে তেল মেশানো থাকে যা ত্বকের ওপরে একটা পরতের সৃষ্ট করে ‚ যার ফলে ত্বকের আর্দ্র্রতা ঠিক থাকে | এই ক্রিম ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা পৌঁছয় এবং ময়শ্চারাইজ করে |
সানস্ক্রিন ব্যবহার করুন : আমরা অনেকেই শুধুমাত্র গরমকালে সানস্ক্রিন ব্যবহার করি | কিন্তু অনেকেই আমরা জানি না এই সময়ে সূর্যের তাপ  আমাদের ত্বকের কতটা ক্ষতি করতে পারে | তাই বাইরে বেরোনোর সময় অবশ্যই এমন সানস্ক্রিন ব্যবহার করুন যাতে UV আর PA+++আছে |
কন্ডিশনার ব্যবহার করুন : ত্বকের মতই এই সময় আমাদের চুলও ড্রাই হয়ে যায় | তাই আলাদা যত্ন দরকার | সপ্তাহে অন্তত চারবার চুলে কন্ডিশনার লাগান | ঘরে তৈরি এই মাস্কটাও লাগাতে পারেন – অ্যাভোকার্ডোর শ্বাস বের করে নিন | এতে এবার অলিভ অয়েল মেশান | দুটো ভালো করে মিশিয়ে নিন | চুলের গোড়া থেকে ডগা অব্দি এই মিশ্রণটা লাগান | এইভাবে ৩০ মিনিট রেখে দিন | পরে হাল্কা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন | এই মাস্কে প্রচুর পরিমাণে ভিটামিন‚ মিনারেল আছে যা চুল মসৃণ এবং নরম করবে |
শরীরের আর্দ্রতা বজায় রাখুন : যে কোন মরশুমেই যথেষ্ট জল পান করা উচিত | এতে আপনার ত্বক উজ্জ্বল এবং নমনীয় হবে | যথেষ্ট মাত্রায় জল পান করলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় | যদি ঠান্ডা জল খেতে অসুবিধা হয় তাহলে জল হাল্কা গরম করে নিন | শীতকালে সারাদিনে অন্তত ৪ লিটার জলপান করুন |

Popular Posts