বিপরীত শব্দঃ আমাদের প্রায়ই বিপরীত শব্দ জানার প্রয়োজন হয়। অনলাইনে হাজার খুজেও সঠিক শব্দের জন্য বিপরীত শব্দ খুজে পাওয়া যায় না। আমি নবম-দশম ( ২০১৪ সাল ) শ্রেণীর ব্যকারণ বই থেকে সকল বিপরীত শব্দ এইখানে লিখছ। এটি দ্বারা কেউ উপকৃত হলে আমার কস্ট সফল হবে। 
নবম-দশম ( ২০১৪ সাল ) শ্রেণীর বই থেকেঃ
একটি শব্দের বিপরীত অর্থবোধক বা অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বলে। 
শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অদ, দূর, ন, না, নি। নির প্রায়ই না বাচক বা নিষেধবোধক অর্থ প্রকাশ করে। তা শব্দের বিরধার্থক শব্দ তৈরিতে এই উপসর্গ গুলো কিছুটা সাহায্য করে। তবে গঠনগত দিক থেকে শব্দের বিপরীতার্থক শব্দগুলো মুল শব্দের সঙ্গে সম্পর্কশূন্য।

এই ছকে নবম-দশম ( ২০১৪ সাল ) শ্রেণীর বইয়ের সব গুলো বিপরীত শব্দ তুলে দিলাম। কারন SSC পরীক্ষার জন্য এই গুলো অনেক ইনপরটেন্ট। 
মুলশব্দ বিপরীত শব্দ মুলশব্দ বিপরিত শব্দ
কাজ অকাজ উপচয়  অপচয়
কৃতজ্ঞ অকৃতজ্ঞ / কৃতঘ্ন কেজো অকেজো
চেতনা অচেতনা চেনা অচেনা
জানা অজানা জ্ঞানী অজ্ঞান
ধর্ম অধর্ম নশ্বর অবিনশ্বর
লক্ষ্মী অলক্ষ্মী শান্ত অশান্ত
শিষ্ট অশিষ্ট শুভ অশুভ
শ্রদ্ধা অশ্রদ্ধা অন্ত অনন্ত
স্থাবর অস্থাবর / জঙ্গম অতিবৃষ্টি অনাবৃষ্টি
অভিজ্ঞ অনভিজ্ঞ আচার অনাচার
আত্মীয় অনাত্মীয় আদর অনাদর
আবশ্যক অনাবশ্যক আবিল অনাবিল
আস্থা অনাস্থা ইচ্ছা অনিচ্ছা
ইষ্ট অনিষ্ট উপস্থিত অনুপস্থিত
সঞ্চয় ব্যয় উন্নত অনুন্নত / অবনত
উৎকর্ষ অপকর্ষ যশ অপযশ
সবল দুর্বল সুকৃত দুষ্কৃত
সুখ দুঃখ সুলভ দুর্লভ
সুশিল দুঃশীল আসল নকল
আস্তিক নাস্তিক লায়েক নালায়েক
খুঁত নিখুঁত খোঁজ নিখোঁজ
বিরত নিরত অন্তরঙ্গ বহিরঙ্গ
আশা নিরাশা অধমর্ণ উত্তমর্ণ
অর্থ অনর্থ ধনী নির্ধন / দরিদ্র
প্রবল দুর্বল রোগ নীরোগ
সচেষ্ট নিশ্চেষ্ট সদয় নির্দয়
সম্বল নিঃসম্বল সরস নীরস
সাকার নিরাকার আকর্ষণ বিকর্ষণ
পথ বিপথ বাদী বিবাদী
যুক্ত বিযুক্ত সফল বিফল
সুশ্রী বিশ্রী স্মৃতি বিস্মৃতি
ঠিক বেঠিক তাল হাল
হুঁশ বেহুঁশ অগ্র পশ্চাৎ
অচল সচল অনুকূল প্রতিকূল
অন্তর বাহির অধম উত্তম
উৎসাহ নিরুৎসাহ অল্প অধিক
দোষী নির্দোষ আকুঞ্চন প্রসারণ
আগে পিছে আপদনিরাপদ
আপন পর আদান প্রদান
আদি অন্ত আবির্ভাব তিরোভাব
আমদানি রপ্তানি আয় ব্যয়
অজ্ঞ বিজ্ঞ অনুরক্ত বিরক্ত
অনুরাগ বিরাগ ডোবা ভাসা
তিরস্কার পুরস্কার উচ্চ নিচ
উত্থান  পতন উদয় অস্ত
উন্নতি অবনতি ঊর্ধ্ব অধ
এলোমেলো গোছানো ওঠা নামা
ওস্তাদ সাগরেদ / শিশ্য কৃত্রিম স্বাভাবিক
কোমল কর্কশ ক্রয় বিক্রয়
ক্ষুদ্র বৃহৎ খাটি ভেজাল
খাতক মহাজন খুচরা পাইকারি
খোলা বন্ধ গরিষ্ঠ লগিষ্ঠ
গুরু লঘু গৃহী সন্ন্যাসী
গ্রহন বর্জন ঘাটতি বাড়তি
ঘাত প্রতিঘাত চোর সাধু
চোখ সাধু চোখা ভোঁতা
ছাত্র অছাত্র (বোর্ড বই,
আমার মতে
ছাত্রী বা শিক্ষক)
জন্ম মৃত্যু
জয় পরাজয় জড় চেতন / জীব
ভোঁতা ধারাল আসল নকল
ইতর ভদ্র ইদানীং তদানীং
লঘু গুরু লাভ ক্ষতি
তেজী নিস্তেজ দাতাগ্রহীতা
দিন রাত দীর্ঘ হ্রস্ব
দুষ্টু শিষ্ট দূর নিকট
দেওয়া নেওয়া দেনা পাওনা
ধনী নির্ধন / গরিব নতুন পুরাতুন
নরম শক্ত নিদ্রিত জাগ্রত
নিন্দা প্রশংসা বন্ধন মুক্তি
বন্ধু শত্রু বর বৌ
বর্ধমান ক্ষীয়মাণ বড় ছোট
বাচাল স্বল্পভাষী জীবন মরন
বেহেশত দোজখ বোকা চালাক
ব্যর্থ সার্থক ভয় সাহস
ভিতর বাহির ভীতু সাহসী
ভীরু নির্ভীক ভূত ভবিষ্যৎ
উত্তর দক্ষিন উপকার অপকার
মান অপমান ইহলোক পরলোক
ইহা উহা মিলন বিরহ
শত্রু মিত্র শীঘ্র বিলম্ব
সত্য মিথ্যা সমষ্টি ব্যাস্টি
সার্থক ব্যর্থ সুন্দর কুৎসিত
সৃষ্টি ধ্বংস স্থির চঞ্চল
স্মিতি বিস্মৃতি স্বকীয় পরকীয়
স্বতন্ত্র পরতন্ত্র স্বর্গ নরক
স্বাধীন পরাধীন হরণ পূরণ
হার জিত হাল্কা ভারি
হাসি কান্না হ্রাস বৃদ্ধি
জোয়ার ভাটা মুখ্য গৌণ
টাটকা বাসি মৃদু প্রবল
ঠকা জেতা রাজা প্রজা
ঠাণ্ডা গরম রুগ্ন সুস্থ
জাগরিত নিদ্রিত পূর্ব পশ্চিম

Popular Posts